'তত্ত্বকৌমুদী' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
A অক্ষয়কুমার দত্ত
B শিবনাথ শাস্ত্রী
C দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়
D মোহাম্মদ নাসিরউদ্দীন
Solution
Correct Answer: Option B
• ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র ছিল 'জ্ঞানান্বেষণ' পত্রিকা। ১৮৩১ সালে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়।
• 'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয়কুমার দত্ত। এটি ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিল।
• সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী।
• 'মাসিক সওগাত' পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসিরউদ্দীন।
• তত্ত্বকৌমুদী পত্রিকার সম্পাদক ছিলেন শিবনাথ শাস্ত্রী।