৭/১৭ এর হর এবং লবের সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে ভাগ্নাংশতি ৩/৫ হয়?

A    ৭

B    ৮

C    ৬

D    ৯

Solution

Correct Answer: Option B

 

 

ধরা যাক, সংখ্যাটি ক শর্ত মতে ,

(৭+ক)/(১৭+ক) = ৩/৫

বা , ৩৫ +৫ক= ৫১+৩ক বা ,২ক = ১৬

বা ক =৮  

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions