Solution
Correct Answer: Option C
-ইউরেনাস সৌরজগতের একটি গ্রহ। সূর্যের দিক থেকে এর অবস্থান সপ্তম এবং আকারের বিচারে তৃতীয় বৃহত্তম। এই গ্রহের আবিষ্কারের সাথে উইলিয়াম হার্শেল এর নাম বিশেষভাবে জড়িত। ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়।
-ইউরেনাস গ্রহের আবহমন্ডলে মিথেন গ্যাসের পরিমাণ অধিক হওয়াই একে সবুজ গ্রহ বলা হয়।