একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর ২, হর ও লব উভয় ক্ষেত্রে ৩ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সংঙ্গে ১/৪ যোগ করলে যোগফল ১ হয়, ভগ্নাংশটি কত?

A 7/9

B 9/11

C 11/13

D 13/15

Solution

Correct Answer: Option B

শর্ত মতে , খ-ক = ২......(১)

আবার , (ক-৩)/(খ-৩)+১/৪ =১

 বা,৪ক-৩খ = ৩ ......(২)

সমিঃ ২ + সমিঃ ১ x ৩ করে পাই , ৪ক-৩খ+৩খ-৩ক=৩+৬

বা ,ক = ৯ তাহলে , খ = ৯+২=১১

তাহলে , ভগ্নাংশ = ৯/১১   

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions