Solution
Correct Answer: Option C
ধরি, অপর ভগ্নাংশটি = ক
প্রশ্নমতে,
দুইটি ভগ্নাংশের গুণফল = ২৫/২৮
বা, একটি ভগ্নাংশ × অপর ভগ্নাংশ = ২৫/২৮
বা, ৫/৭ × ক = ২৫/২৮
বা, ক = ২৫/২৮ ÷ ৫/৭ [পক্ষান্তর করে]
বা, ক = ২৫/২৮ × ৭/৫ [ভাগ চিহ্ন গুণ হয়ে উল্টে যাবে]
বা, ক = (৫ × ১)/(৪ × ১) [কাটাকাটি করে]
বা, ক = ৫/৪
সুতরাং, অপর ভগ্নাংশটি ৫/৪।
শর্টকাট টেকনিক:
অপর সংখ্যা = গুণফল ÷ একটি সংখ্যা
= ২৫/২৮ ÷ ৫/৭
= ২৫/২৮ × ৭/৫
= ৫/৪