২৪৫০ সংখ্যাটিকে কত দ্বারা গুন করলে সংখ্যাটি পূর্ণ বর্গসংখ্যা হবে?
Solution
Correct Answer: Option A
২৪৫০ কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই,
২ | ২৪৫০
৫ | ১২২৫
৫ | ২৪৫
৭ | ৪৯
| ৭
$\therefore$ ২৪৫০ = ২ × ৫ × ৫ × ৭ × ৭
= ২ × (৫ × ৫) × (৭ × ৭)
= ২ × ৫² × ৭²
এখানে, উৎপাদক ২ জোড়াবিহীন।
সুতরাং, সংখ্যাটিকে ২ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
শর্টকাট টেকনিক:
অপশনের সংখ্যাগুলো দিয়ে গুণ করে দেখতে হবে কোনটি পূর্ণবর্গ হয়।
১) ২৪৫০ × ২ = ৪৯০০ (এটি ৭০ এর বর্গ, অর্থাৎ পূর্ণবর্গ)
২) ২৪৫০ × ৩ = ৭৩৫০ (পূর্ণবর্গ নয়)
যেহেতু প্রথম অপশনেই উত্তর মিলে গেছে, তাই সঠিক উত্তর ২।