Solution
Correct Answer: Option C
কোনো ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করার জন্য ভগ্নাংশটিকে ১০০ দ্বারা গুণ করতে হয়।
এখানে, ভগ্নাংশটি হলো ৬/১৫।
সুতরাং, শতকরায় প্রকাশ করলে হয়,
= (৬/১৫) × ১০০ %
= (২/৫) × ১০০ % [লব ও হরকে ৩ দিয়ে ভাগ করে]
= ২ × ২০ %
= ৪০ %
উত্তরঃ ৪০%