কোন গ্রামের ১৮/২৫ অংশ লোক শিক্ষিত। গ্রামের শতকরা কতজন লোক অশিক্ষিত?
Solution
Correct Answer: Option B
দেওয়া আছে,
গ্রামে শিক্ষিত লোকের সংখ্যা ১৮/২৫ অংশ।
মনে করি, গ্রামের মোট লোকসংখ্যা = ১ অংশ।
∴ অশিক্ষিত লোকের সংখ্যা = ১ – ১৮/২৫ অংশ
= (২৫ – ১৮) / ২৫ অংশ
= ৭/২৫ অংশ
সুতরাং, অশিক্ষিত লোকের শতকরা হার = (৭/২৫ × ১০০)%
= (৭ × ৪)%
= ২৮%