তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স ২৪ বছর। যদি কোনো সদস্যের বয়সই ২১ বছরের নিচে না হয়, তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত?

A    ৩০ বছর

B    ২৫ বছর

C    ২৮ বছর

D    ৩২ বছর

Solution

Correct Answer: Option A

 

তিন জনের মোট বয়স = (২৪ X ৩)= ৭২ 

দুই জনের সর্ব নিম্ম বয়স = (২১+২১)=৪২  তাহলে , এক জনের সর্ব চ্চ বয়স = (৭২-৪২)=৩০

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions