Solution
Correct Answer: Option B
আমরা জানি, % বা শতকরা চিহরের অর্থ হলো $\frac{1}{100}$ বা একশ ভাগের এক ভাগ।
প্রদত্ত রাশি = ৩৫%
$= ৩৫ × \frac{1}{100}$ [যেহেতু % = $\frac{1}{100}$]
$= \frac{35}{100}$
$= 0.35$
$\therefore$ ৩৫% এর দশমিক রূপ = ০.৩৫
শর্টকাট টেকনিক:
যেকোনো শতাংশ (%) যুক্ত সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে হলে, সংখ্যাটির ডানদিক থেকে দুই ঘর বামে দশমিক বসালেই উত্তর পাওয়া যায়।
এখানে, সংখ্যাটি ৩৫।
এর দুই ঘর বামে দশমিক বসালে হয় .৩৫ বা ০.৩৫।