০.১% কে দশমিকে প্রকাশ করুন।

A ০.০১

B ০.০০১

C ০.১

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option B

আমরা জানি, শতকরা চিহ্ন (%) বলতে বোঝায় ১০০ ভাগের ১ ভাগ বা ১/১০০।
সুতরাং, ০.১%
= ০.১ × ১/১০০
= ০.১/১০০
= ১/১০০০ [লব ও হরকে ১০ দ্বারা গুণ করে দশমিক উঠানো হয়েছে]
= ০.০০১

বিকল্প পদ্ধতি (শর্টকাট):
শতকরা থেকে দশমিকে রূপান্তর করার নিয়ম হলো, প্রদত্ত সংখ্যাটিকে ১০০ দিয়ে ভাগ করা অথবা দশমিক বিন্দুটিকে দুই ঘর বামে সরিয়ে নেওয়া।
এখানে সংখ্যাটি: ০.১
দশমিক ২ ঘর বামে সরালে হয়: ০.০০১

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions