Solution
Correct Answer: Option B
আমরা জানি,
১ : ৫ = ১/৫
ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করে পাই,
= (১/৫) × ১০০%
= (১০০/৫)%
= ২০%
সুতরাং, ১ : ৫ কে শতকরায় প্রকাশ করলে হয় ২০%।
শর্টকাট টেকনিক:
যেকোনো অনুপাত বা ভগ্নাংশকে শতকরায় নিতে হলে ১০০ দিয়ে গুণ করতে হয়।
১/৫ × ১০০ = ২০%