জুলাই মাসের মোট বৃষ্টিপাতের গড় ০.৬৫ সেমি ছিল। ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমান কত ছিল?
Solution
Correct Answer: Option A
জুলাই মাসে মোট দিন সংখ্যা = ৩১ দিন
দেওয়া আছে, জুলাই মাসের গড় বৃষ্টিপাত = ০.৬৫ সেমি
আমরা জানি,
মোট বৃষ্টিপাতের পরিমাণ = গড় বৃষ্টিপাত $\times$ ঐ মাসের মোট দিন সংখ্যা
$=$ ০.৬৫ $\times$ ৩১ সেমি
$=$ ২০.১৫ সেমি
$\therefore$ ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ ২০.১৫ সেমি।
শর্টকাট টেকনিক:
জুলাই মাস ৩১ দিনে হয়। তাই সরাসরি ০.৬৫ কে ৩১ দিয়ে গুণ করলেই উত্তর পাওয়া যাবে।
০.৬৫ $\times$ ৩১ $=$ ২০.১৫ সেমি।