১০০০ টাকার ১২% কত টাকা?

A ১২০

B ১২

C ১২০০

D ১২০০০

Solution

Correct Answer: Option A

আমরা জানি,
১০০০ টাকার ১২%
= ১০০০ × ১২১০০ টাকা
= ১০ × ১২ টাকা [লব ও হরের ১০০ দিয়ে ভাগ করে]
= ১২০ টাকা
সুতরাং, ১০০০ টাকার ১২% হলো ১২০ টাকা।

শর্টকাট টেকনিক:
যেকোনো সংখ্যার ১০% বের করতে হলে সংখ্যাটির শেষের একটি শূন্য বাদ দিতে হয় বা এক ঘর বামে দশমিক বসাতে হয়।
১০০০ এর ১০% = ১০০ টাকা
১০০০ এর ১% = ১০ টাকা

তাহলে,
১২% = ১০% + ২%
= ১০০ + (২ × ১০) [যেহেতু ১% = ১০, তাই ২% = ২০]
= ১০০ + ২০
= ১২০ টাকা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions