ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস 'নিরন্তর ঘন্টাধ্বনি' কে রচনা করেছেন?
Solution
Correct Answer: Option C
ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত উপন্যাস নিরন্তর ঘন্টাধ্বনি। এটি কথা সাহিত্যিক সেলিনা হোসেনের লিখিত উপন্যাস।
✔ তাঁর রচিত উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাসঃ
- নিরন্তর ঘন্টাধ্বনি,
- হাঙ্গর নদী গ্রেনেড,
- কালকেতু ও ফুল্লরা
- পোকা মাকড়ের ঘরবসতি,
- অপেক্ষা,
- গেরিলা ও বীরাঙ্গনা,
- ঘুমকাতুরে ঈশ্বর,
- ভালোবাসা প্রীতিলতা,
- জলোচ্ছ্বাস,
- নীল ময়ূরের যৌবন,
- আগষ্টের একরাত,
- খুন ও ভালোবাসা,
- কাঁটাতারের প্রজাপতি,
- গায়ত্রী সন্ধ্যা ইত্যাদি।