Correct Answer: Option C
দেওয়া আছে,
১ম পদ = ৫
২য় পদ = ১৭
যেহেতু এটি সমান্তর প্রগমন, তাই সাধারণ অন্তর (d) সমান হবে।
সাধারণ অন্তর, d = ২য় পদ - ১ম পদ = ১৭ - ৫ = ১২
সুতরাং, ৩য় পদ = ২য় পদ + সাধারণ অন্তর
= ১৭ + ১২
= ২৯
(বিকল্প নিয়ম: ৩য় পদ = a + 2d = ৫ + ২×১২ = ৫ + ২৪ = ২৯)
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions