কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র?
A জীবন থেকে নেয়া
B Let There Be Light
C কাঁচের দেয়াল
D মুক্তির গান
Solution
Correct Answer: Option D
- তারেক মাসুদ ও তার স্ত্রী ক্যাথেরিন মাসুদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হলো ''মুক্তির গান'' (১৯৯৫)।
তারেক মাসুদ পরিচালিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে:
- সোনার বেড়ি
- অন্তর্যাত্রা
- আদম সুরত
- মাটির ময়না
- রানওয়ে।