১০ টি সংখ্যার যোগফল ৪৬২। এদের গড় ৫২ এবং শেষের ৫ টার গড় ৩৮ ।পঞ্চম গড়টি কত?

A ৬০

B ৬৪

C ৬২

D ৫০

Solution

Correct Answer: Option B

দেওয়া আছে,
১০টি সংখ্যার যোগফল = ৪৬২
প্রথম ৪টি সংখ্যার গড় = ৫২
শেষের ৫টি সংখ্যার গড় = ৩৮

আমরা জানি,
১০টি সংখ্যার যোগফল = (প্রথম ৪টি সংখ্যার যোগফল + ৫ম সংখ্যা + শেষের ৫টি সংখ্যার যোগফল)

এখন,
প্রথম ৪টি সংখ্যার যোগফল = (৫২ × ৪) = ২০৮
শেষের ৫টি সংখ্যার যোগফল = (৩৮ × ৫) = ১৯০

সুতরাং,
৫ম সংখ্যাটি = ১০টি সংখ্যার মোট যোগফল - (প্রথম ৪টি সংখ্যার যোগফল + শেষের ৫টি সংখ্যার যোগফল)
= ৪৬২ - (২০৮ + ১৯০)
= ৪৬২ - ৩৯৮
= ৬৪

বিকল্প বা শর্টকাট পদ্ধতি:
৫ম সংখ্যা = মোট যোগফল - {(১ম ৪টির গড় × ৪) + (শেষ ৫টির গড় × ৫)}
= 462 - {(52 × 4) + (38 × 5)}
= 462 - {208 + 190}
= 462 - 398
= 64

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions