১ হতে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যা গুলোর গড় কত?
Solution
Correct Answer: Option B
পদ সংখ্যা = (শেষ সংখ্যা - ১ম সংখ্যা / সাধারণ অন্তর) + ১
= (49−1/1) + 1
= 49
∴ সমষ্টি = (১ম সংখ্যা+শেষ সংখ্যা / 2) × পদসংখ্যা
= (1+49)/2 × 49
= 25 × 49
গড় = (25 × 49) / 49
= 25