এক ব্যাক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে চলে কোন স্থানে গেল এবং ঘন্টায় ৬ কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রারম্বের স্থানে ফিরে এল।যাতায়াতে তার গড় গতিবেগ কত?  

A    ৭১/২ কিলোমিটার

B    ৫১/২

C    ৮ কিলোমিটার

D    ৭ কিলোমিটার

Solution

Correct Answer: Option A

 

গড় গতিবেগ=২xy/x+y=২×১০×৬/১০+৬=৭১/২কিলোমিটার

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions