x ও y মানের গড় ৯ এবং z=12 হলে।x,y,z এর মানের গড় কত?
Solution
Correct Answer: Option C
দেওয়া আছে,
x ও y এর গড় = 9
আমরা জানি,
গড় = রাশিগুলোর সমষ্টি / রাশির সংখ্যা
অতএব,
x ও y এর সমষ্টি (x + y) = 9 × 2 = 18
আবার দেওয়া আছে, z = 12
এখন,
x, y ও z এর সমষ্টি = (x + y) + z
= 18 + 12 [মান বসিয়ে]
= 30
অতএব, x, y ও z এর গড় = রাশিগুলোর সমষ্টি / রাশির সংখ্যা
= 30 / 3
= 10
শর্টকাট টেকনিক:
x ও y এর গড় = 9
মোট সংখ্যা = 9 × 2 = 18
z যোগ করলে সমষ্টি হবে = 18 + 12 = 30
গড় = 30 / 3 = 10