তিনটি সংখ্যার গড় ৭। যদি দুটি সংখ্যা ০ হয় তবে তৃতীয় সংখ্যাটি কত?
Solution
Correct Answer: Option D
আমরা জানি,
৩টি সংখ্যার গড় = ৭
$\therefore$ সংখ্যা ৩টির সমষ্টি = (৭ × ৩) = ২১
প্রশ্নমতে,
দুটি সংখ্যা ০।
সুতরাং, দুটি সংখ্যার সমষ্টি = (০ + ০) = ০
$\therefore$ তৃতীয় সংখ্যাটি = (তিনটি সংখ্যার সমষ্টি - দুটি সংখ্যার সমষ্টি)
= ২১ - ০
= ২১
বিকল্প পদ্ধতি (শর্টকাট):
গড় মানে হলো প্রতিটি সংখ্যার মান সমান ধরে নেওয়া।
যেহেতু ৩টি সংখ্যার গড় ৭, তাই মোট মান হবে ৩ × ৭ = ২১।
যেহেতু বাকি দুটি সংখ্যা ০, তাই পুরো মানটিই তৃতীয় সংখ্যার সমান হবে।
সুতরাং, তৃতীয় সংখ্যাটি হলো ২১।