' ঐ দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে অমনি করিয়া লুটাইয়া পড়িতে বড় সাধ আজ জাগে' বিখ্যাত এই পঙক্তিদ্বয়ের রচয়িতা কে ?
A বন্দে আলী মিয়া
B জসীমউদ্দীন
C গোলাম মোস্তফা
D কে জি মোস্তফা
Solution
Correct Answer: Option B
পঙক্তিটি কবি জসীমউদদীনের কবর কবিতা থেকে নেওয়া হয়েছে।
- কবিতাটি প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায় ।
- কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত ।
- কবিতাটিতে ১১৮টি পংক্তি আছে
- প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতিচারণ কবিতাটির বিষয়বস্তু ।