৮% সরল মুনাফায় ৬০০০ টাকা বিনিয়োগে ৫ বৎসরে যে মুনাফা হয়, কোন সরল হারে বিনিয়োগে ১০০০০ টাকায় ৩ বৎসরে ঐ মুনাফা হবে?

 

A ১০%

B ১২%

C ৯%

D ৮%

Solution

Correct Answer: Option D

১০০ টাকার ১ বছরের মুনাফা ৮ টাকা 

৬০০০ টাকার ৫ বছরের মুনাফা (৮ X ৫ X ৬০০০)/১০০ = ২৪০০ টাকা 

  

১০০০০ টাকার ৩ বছরের মুনাফা ২৪০০ টাকা  

১০০ টাকার ১ বছরের মুনাফা  (২৪০০ X ১০০)/ (৩ X ১০০০০) টাকা = ৮ টাকা   

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions