একই হার সুদে ৩০০ টাকার ৪ বছরের সুদ এবং ৫০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ১৮৫ টাকা হলে, সুদের হার কত?
Correct Answer: Option B
সুদের হার ক হলে,
১০০ টাকার ১ বছরের সুদ ক টাকা
৩০০ টাকার ৪ বছরের সুদ (ক X৪X৩০০)/১০০ টাকা = ১২ ক টাকা
আবার , ৫০০ টাকা ৫ বছরের সুদ = (ক X৫০০X৫)/১০০ = ২৫ ক টাকা
শর্ত মতে , ২৫ক +১২ ক = ১৮৫
বা , ৩৭ক =১৮৫
বা , ক = ১৮৫/৩৭
বা , ক = ৫
সুদের হার ৫%
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions