শতকরা বার্ষিক কত হার সুদে ১ বছরে সুদ, সুদা-আসলের ১/৫ অংশ হবে?

A ১০%

B ২৫%

C ১৫%

D ২০%

Solution

Correct Answer: Option B

ধরি,
সুদাসল = ১০০ টাকা
তাহলে, সুদ = ১০০ × (১/৫) = ২০ টাকা
এবং আসল p = ১০০ - ২০ = ৮০ টাকা
সময় = ১ বছর

সুদের হার = (সুদ × ১০০)/(আসল × সময়)
= (২০ × ১০০)/(৮০ × ১)
= ২৫%

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions