বার্ষিক ৭% মুনাফা হারে কত টাকা তিন বছর জমা রাখলে মেয়াদান্তে মুনাফাসহ ৬৬৫৫ টাকা পাওয়া যাবে?

 

A ৪০০০ টাকা

B ৪৫০০ টাকা

C ৫৫০০ টাকা

D ৫০০০ টাকা

Solution

Correct Answer: Option C

১০০ টাকার ১ বছরের সুদ ৭ টাকা

১০০ টাকার ৩ বছরের সুদ ২১  টাকা  

সুদাসল = (১০০ +২১ ) টাকা = ১২১ টাকা

 

সুদাসল ১২১ টাকা হলে আসল ১০০ টাকা 

সুদাসল  ৬৬৫৫ টাকা হলে আসল (১০০  X ৬৬৫৫)/১২১ = ৫৫০০ টাকা  

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions