বার্ষিক ৬% হার সুদে ষান্মাসিক চক্রবৃদ্ধিতে ২০০০ টাকা একটি সঞ্চয়ী হিসাবে জমা রাখা হল। বছর শেষে সুদে-আসলে কত টাকা পাওয়া যাবে?
A ২০৬০
B ২১২০
C ২১২২
D ২২৪৭
Solution
Correct Answer: Option C
এখানে ৬% এর অর্ধেক ৩% ধরে,
২০০০ এর ৩% =৬০ টাকা । ২য় ৬ মাসেও ৬০ টাকা
প্রথম ৬ মাসের টাকার উপর ২য় ৬ মাসে ৩% হারে ৬০ এর ৩%=১.৮ টাকা
তাহলে মোট সুদ ৬০+৬০+১.৮ =১২১.৮ টাকা
যেহেতু সুদাসল চেয়েছে তাই আসল সহ =২০০০+১২১.৮ =২১২১.৮ =২১২২ টাকা