একজন ব্যক্তি তার সম্পদের ১২% স্ত্রীকে, ৫৮% পুত্রকে ও অবশিষ্ট ৪,৮০,০০০ টাকা কন্যাকে দান করেন। পুত্রের সম্পদের মূল্যমান কত?
Solution
Correct Answer: Option A
স্ত্রীকে দান করেন=১২%
পুত্রকে দান করেন=৫৮%
তাহলে, কন্যাকে দান করেন = {১০০ - (১২+৫৮)}% =৩০%
প্রশ্নমতে,
৩০% সম্পদ = ৪,৮০,০০০ টাকা
∴ ১% = ৪,৮০,০০০/৩০ টাকা
∴ ৫৮% = ৪,৮০,০০০×৫৮/৩০ টাকা
= ৯,২৮,০০০ টাকা