Solution
Correct Answer: Option A
- কোনো কিছুর নামকেই বিশেষ্য পদ বলে।
- বাক্য মধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, ধারণা, কর্ম বা গুণের নাম বোঝায়, তাকে বিশেষ্য পদ বলে।
- বিশেষ্য পদ ছয় প্রকার।
যথা:
- সংজ্ঞা (নাম) বাচক বিশেষ্য (আনিস, দিল্লি, মেঘনা, আরব সাগর),
- জাতিবাচক বিশেষ্য (মানুষ, গরু, ছাগল, পাখি, ফুল, ফল, গাছ, নদী, বাঙালি),
- বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য (বই, খাতা, কলম, টেবিল, থালা, বাটি, মাটি, ইট),
- সমষ্টিবাচক বিশেষ্য (সভা, জনতা, সমিতি, বাহিনী, মিছিল),
- ভাববাচক বিশেষ্য (গমন, দর্শন, ভোজন, শয়ন, পঠন, দেখা, শোনা, করা, করানো) ও
- গুণবাচক বিশেষ্য (মধুরতা, তারল্য, তিক্ততা, তারুণ্য, সৌন্দর্য, যৌবন, সুখ, দুঃখ, সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব, দীনতা, ধৈর্য ইত্যাদি)।