একটি গ্রামের লোকসংখ্যা ৫০০০। মোট লোকসংখ্যার ২৫% মহিলা হলে ঐ গ্রামে কতজন মহিলা আছে?
Solution
Correct Answer: Option A
দেওয়া আছে, গ্রামের মোট লোকসংখ্যা = ৫০০০ জন
মহিলার সংখ্যা মোট লোকসংখ্যার = ২৫%
প্রশ্নমতে,
মহিলার সংখ্যা = ৫০০০ এর ২৫ %
= ৫০০০ এর $ \frac{25}{100} $ জন
= ৫০০০ $ \times \frac{25}{100} $ জন [ 'এর' মানে গুণ ]
= ৫০ × ২৫ জন [ ১০০ দ্বারা ৫০০০ কে ভাগ করে ]
= ১২৫০ জন
সুতরাং, ঐ গ্রামে মহিলা আছে ১২৫০ জন।
শর্টকাট টেকনিক:
২৫% মানে হলো কোনো সংখ্যার ৪ ভাগের ১ ভাগ।
অর্থাৎ, মোট জনসংখ্যাকে ৪ দিয়ে ভাগ করলেই উত্তর পাওয়া যাবে।
৫০০০ ÷ ৪ = ১২৫০ জন।