শ্রীরামপুরে হরফ প্রস্ত্ততের প্রশিক্ষণ কেন্দ্র কে স্থাপন করেন?
Solution
Correct Answer: Option C
- শ্রীরামপুরে মুদ্রণ শিল্পের অগ্রগতির পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পঞ্চানন কর্মকার। তিনি একজন দক্ষ হরফ প্রস্ত্ততকারী হিসেবে শ্রীরামপুর মিশন প্রেসে যোগ দিয়ে হরফ নির্মাণে অভূতপূর্ব উন্নতি ঘটান। মুদ্রণ কাজের বিস্তারের জন্য তিনি শুধু একটি হরফ প্রস্তুতকারক কারখানাই স্থাপন করেননি, বরং শ্রীরামপুরে একটি হরফ প্রস্ত্ততের প্রশিক্ষণ কেন্দ্রও প্রতিষ্ঠা করেন, যা ছিল প্রাচ্যে যন্ত্রবিদ্যার প্রথম প্রশিক্ষণ কেন্দ্র।
- এই কেন্দ্রের মাধ্যমে বহু দেশীয় কর্মী হরফ নির্মাণে দক্ষ হয়ে ওঠেন এবং এতে মুদ্রণশিল্পে আত্মনির্ভরতা তৈরি হয়। যদিও পরবর্তীতে তাঁর জামাতা মনোহর কর্মকার এবং নাতি কৃষ্ণচন্দ্র এই শিল্পে যুক্ত হন, তবে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের মূল কৃতিত্ব একমাত্র পঞ্চানন কর্মকারের।