পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৫ বছর পর তাদের বয়সের সমষ্টি ৬০ বছর হলে পিতার বর্তমান বয়স কত?
Solution
Correct Answer: Option B
মনে করি,
পুত্রের বর্তমান বয়স = ক বছর
পিতার বর্তমান বয়স = ৪ক বছর
৫ বছর পর,
পুত্রের বয়স হবে = (ক + ৫) বছর
পিতার বয়স হবে = (৪ক + ৫) বছর
প্রশ্নমতে,
(ক + ৫) + (৪ক + ৫) = ৬০
বা, ৫ক + ১০ = ৬০
বা, ৫ক = ৬০ - ১০
বা, ৫ক = ৫০
বা, ক = ৫০ ÷ ৫
∴ ক = ১০
অতএব, পিতার বর্তমান বয়স = ৪ × ১০ = ৪০ বছর।