একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ৬০% পরীক্ষাথী পাশ করেছে। যারা পাশ করেনি তাদের ১৫ জন বিদেশে চলে গেল এবং ৪৫ জন ব্যবসা শুরু করল। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?
Solution
Correct Answer: Option C
পাশ করেনি এমন শিক্ষার্থী সংখ্যা (১৫+৪৫)=৬০ জন
৪০% সমান =৬০ জন
১০০% " =(৬০×১০০))/১৫০ জন ।