একটি ক্লাসে ৬৪০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৪০% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত হবে?
A ২৫৬জন
B ৩৮৪ জন
C ৪২০ জন
D ৪৮৬ জন
Solution
Correct Answer: Option B
মোট ছাত্র-ছাত্রী = ৬৪০ জন
ক্লাসে ছাত্র সংখ্যা = ৬৪০ এর ৪০%
= ৬৪০ এর ৪০/১০০
= ২৫৬ জন
ক্লাসে ছাত্রীর সংখ্যা = (৬৪০ - ২৫৬) জন
= ৩৮৪ জন