একটি ব্যাগে ৭টি লাল এবং ৫টি সাদা বল আছে। নিরপেক্ষভাবে ৪টি বল তোলা হল। তাদের মধে ২টি লাল এবং ২টি সাদা বল হওয়ার সম্ভাব্যতা নির্ণয় করুন।

A ১৪/৩৩

B ৭/১২

C ১/১৮

D ৫/১২

Solution

Correct Answer: Option A

ব্যাগে মোট বল আছে = (৭ + ৫ ) =১২টি
১২টি বল থেকে ৪টি বল ১২c  প্রকারে নেওয়া যাই।
সুতরাং, দুটি লাল ও দুটি সাদা হওয়ার সম্ভবনা।
= P (দুইটি লাল বল ও দুইটী সাদা বল )
= (c × c )/১২c  
= (২১ × ১০)/৪৯৫
= ১৪/৩৩

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions