একটি সংখ্যা থেকে সংখ্যাটির ৪০% বিয়োগ করলে ৩০ থাকে। সংখ্যাটি কত?
Solution
Correct Answer: Option A
ধরি,
সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
ক - ক এর ৪০% = ৩০
বা, ক - ক এর (৪০/১০০) = ৩০
বা, ক - (৪০ক/১০০) = ৩০
বা, (১০০ক - ৪০ক /১০০) = ৩০
বা, ৬০ক = ৩০০০
বা, ক = ৩০০০/৬০
∴ ক = ৫০