একটি কাঠের টুকরোর দৈর্ঘ্য আরেকটি টুকরার দৈর্ঘ্যের তিনগুণ। টুকরা দুটি সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরার দৈর্ঘ্য ছোট টুকরার চাইতে কতগুণ বড় হবে?

A    ৩ গুণ

B    ৪ গুণ

C    ৫ গুণ

D    ৬ গুণ

Solution

Correct Answer: Option B

 

ধরা যাক ,১ম টুকরাটি = ক      ২য় টুকরাটি = ৩ক সংযুক্ত করার পর =(ক+৩ক)=৪ক তাহলে , সংযুক্ত টুকরা টি ছোট টুকরার = ৪ক/ক গুণ = ৪ গুণ  

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions