৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে টুকরা সাইজ কত?

A    ৮ মিঃ, ২২ মিঃ, ৩০ মিঃ

B    ১০ মিঃ, ২০ মিঃ, ৩০ মিঃ

C     ৯ মিঃ, ২১ মিঃ, ৩০ মিঃ

D    ১২ মিঃ, ২০ মিঃ, ২৮ মিঃ

Solution

Correct Answer: Option C

 

৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করা হলে

অনুপাতের যোগফল = (৩+৭+১০)=২০ তাহলে , ১ম টুকরা = (৬০ এর ৩/২০) মিটার =  ৯ মিটার

    ২য় টুকরা = (৬০ এর ৭/২০)মিটার = ২১ মিটার ৩য় টুকরা = (৬০ এর ১০/২০)মিটার = ৩০ মিটার 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions