'প্রণয়ের প্রথম চুম্বন' কবিতাটির রচয়িতা কে?

A মাইকেল মধুসূদন দত্ত

B সুকান্ত ভট্টাচার্য

C কায়কোবাদ 

D শামসুর রাহমান

Solution

Correct Answer: Option C

কায়কোবাদ ১৮৫৭ সালের ২৫ শে ফেব্রুয়ারি বর্তমানে বাংলাদেশের ঢাকা জেলার নবাবগঞ্জ থানার অধীনে আগলা-পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।১৯৩২ সালে, তিনি কলকাতাতে অনুষ্ঠিত বঙ্গীয় মুসলিম সাহিত্য সম্মেলন-এর প্রধান অধিবেশনে সভাপতিত্ব করেন। তার বিখ্যাত কবিতাগুলো হলঃ
- সায়াহ্নে
- বিদায়ের শেষ চুম্বন
- নিবেদন বঙ্গভূমিও বঙ্গভাষা
- প্রেম -প্রতিমা
- কে তুমি
- সুখ
- দেশের বাণী
প্রণয়ের প্রথম চুম্বন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions