একটি যোগ করতে কম্পিউটারের ৫০ ন্যানো সেকেন্ড সময় লাগলে সেকেন্ডে এটা কতটা যোগ করতে পারবে?

 

A ২ কোটি

B ৩ কোটি

C ৪ কোটি

D ৫ কোটি

Solution

Correct Answer: Option A

আমরা জানি,
১ সেকেন্ড = ১,০০০,০০০,০০০ ন্যানো সেকেন্ড ($10^9$ ন্যানো সেকেন্ড)
প্রশ্নে দেওয়া আছে,
১টি যোগ করতে সময় লাগে = ৫০ ন্যানো সেকেন্ড
সুতরাং, ১ সেকেন্ডে বা ১,০০০,০০০,০০০ ন্যানো সেকেন্ডে যোগ করতে পারবে
= $\frac{১,০০০,০০০,০০০}{৫০}$ টি
= $\frac{১০,০০,০০,০০০}{৫}$ টি
= ২,০০,০০,০০০ টি
= ২ কোটি টি
তাই, কম্পিউটারটি সেকেন্ডে ২ কোটি যোগ করতে পারবে।

শর্টকাট টেকনিক:
ন্যানো সেকেন্ড হলো সেকেন্ডের ১০০ কোটি ভাগের এক ভাগ ($10^{-9}$)।
সহজে হিসাবের জন্য,
মোট কাজের সংখ্যা = $\frac{১০০ \text{ কোটি}}{৫০}$
= ২ কোটি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions