নিচের কোনটি ক্ষুদ্রতম একক?

A    Meter

B    Centimeter

C    Decimeter

D    Milieter

Solution

Correct Answer: Option D

আমরা জানি, দৈর্ঘ্যের এককগুলোর মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক রয়েছে। মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্যের এককগুলো বড় থেকে ছোট ক্রমে সাজালে পাই:
কিলোমিটার > হেক্টোমিটার > ডেকামিটার > মিটার > ডেসিমিটার > সেন্টিমিটার > মিলিমিটার।

প্রদত্ত অপশনগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করে পাই:
১ মিটার (Meter) = ১ মিটার
১ ডেসিমিটার (Decimeter) = ০.১ মিটার বা $\frac{১}{১০}$ মিটার
১ সেন্টিমিটার (Centimeter) = ০.০১ মিটার বা $\frac{১}{১০০}$ মিটার
১ মিলিমিটার (Millimeter) = ০.০০১ মিটার বা $\frac{১}{১০০০}$ মিটার
এখানে লক্ষ্য করলে দেখা যায়, ১ মিটারের ১০০০ ভাগের ১ ভাগ হলো ১ মিলিমিটার। আবার, ১ সেন্টিমিটারে ১০ মিলিমিটার থাকে।
সুতরাং, প্রদত্ত এককগুলোর মধ্যে মিলিমিটার (Millimeter) হলো ক্ষুদ্রতম একক।

শর্টকাট বা মনে রাখার সহজ উপায়:
মেট্রিক পদ্ধতির ধারাবাহিকতা মনে রাখার জন্য একটি ছড়া ব্যবহার করা যায়:
"কিলায়ে হাঁকিয়ে ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে"
এখানে,
"দেশে" = ডেসিমিটার (Decimeter)
"শান্তি" = সেন্টিমিটার (Centimeter)
"মিলিবে" = মিলিমিটার (Millimeter)
ক্রমটি হলো: দেশে > শান্তি > মিলিবে। অর্থাৎ, ডেসিমিটার > সেন্টিমিটার > মিলিমিটার। যেহেতু মিলিমিটার সবার শেষে আছে, তাই এটিই ক্ষুদ্রতম।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions