পাঁচ লিটার পানির ওজন কত?

 

A ৫ গ্রাম

B ৫০০ গ্রাম

C ৫০ গ্রাম

D ৫ কিলোগ্রাম

Solution

Correct Answer: Option D

আমরা জানি,
১ লিটার বিশুদ্ধ পানির ওজন = ১ কিলোগ্রাম বা ১ কেজি।
দেওয়া আছে, পানির পরিমাণ = ৫ লিটার।
অতএব, ৫ লিটার পানির ওজন = (১ $\times$ ৫) কিলোগ্রাম
                                       = ৫ কিলোগ্রাম।
সুতরাং, ৫ লিটার পানির ওজন হলো ৫ কিলোগ্রাম

বিকল্প টেকনিক/শর্টকাট:
মনে রাখবেন, বিশুদ্ধ পানির ক্ষেত্রে আয়তন (লিটার) এবং ভর (কিলোগ্রাম) সমান হয়। অর্থাৎ, যত লিটার পানি, তার ওজন তত কেজি হবে।
তাই, ৫ লিটার পানি = ৫ কেজি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions