Solution
Correct Answer: Option C
- ব্যারেল হলো তরল পদার্থ পরিমাপের একটি একক, যা মূলত তেল বা পেট্রোলিয়ামের ক্ষেত্রে বহুল ব্যবহৃত হয়।
- আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল কেনা-বেচার সময় ব্যারেল এককটি ব্যবহার করা হয়।
- ১ ব্যারেল তরল পদার্থ সমান প্রায় ১৫৯ লিটার (মার্কিন গ্যালনের হিসেবে ৪২ গ্যালন)।
- অপশনে থাকা অন্য এককগুলোর মধ্যে 'টন' ও 'কুইন্টাল' সাধারণত কঠিন পদার্থের ওজন এবং 'বুশেল' শস্যের পরিমাণ মাপতে ব্যবহৃত হয়।