১ ঘন মিটার= কত লিটার?

 

A ১০০ লিটার

B ১০০০ লিটার

C ১০০০০ লিটার

D ১০০০০০ লিটার

Solution

Correct Answer: Option B

আমরা জানি,
১ মিটার = ১০ ডেসিমিটার
উভয় পক্ষকে ঘন করে পাই,
(১ মিটার)³ = (১০ ডেসিমিটার)³
বা, ১³ ঘন মিটার = ১০³ ঘন ডেসিমিটার
বা, ১ ঘন মিটার = ১০০০ ঘন ডেসিমিটার
আবার, ঘন বস্তুর আয়তন পরিমাপের ক্ষেত্রে আমরা জানি,
১ ঘন ডেসিমিটার = ১ লিটার
সুতরাং, ১০০০ ঘন ডেসিমিটার = ১০০০ লিটার।
অতএব, ১ ঘন মিটার = ১০০০ লিটার।

শর্টকাট টেকনিক:
মনে রাখার সহজ উপায় হলো, ১ মিটার দৈর্ঘ্য, ১ মিটার প্রস্থ ও ১ মিটার উচ্চতা বিশিষ্ট একটি চৌবাচ্চায় ১০০০ লিটার পানি ধরে। অর্থাৎ ১ ঘন মিটার = ১০০০ লিটার।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions