১ হেক্টর জমি বলতে কি বুঝায়?

 

A ১০,০০০ বর্গমিটার

B ১০০০ বর্গমিটার

C ১০০ বর্গমিটার

D ১০ বর্গমিটার

Solution

Correct Answer: Option A

আমরা জানি,
১০০ মিটার = ১ হেক্টোমিটার
অতএব,
১ হেক্টর বা ১ বর্গহেক্টোমিটার
= (১ হেক্টোমিটার)²
= (১০০ মিটার)
= ১০০ × ১০০ বর্গমিটার
= ১০,০০০ বর্গমিটার
অর্থাৎ, একটি বর্গাকার জমির প্রতি বাহুর দৈর্ঘ্য যদি ১০০ মিটার হয়, তবে তার ক্ষেত্রফল হবে ১ হেক্টর বা ১০,০০০ বর্গমিটার।

মনে রাখার উপায় (Short Cut):
হেক্টর শব্দটি হেক্টোমিটার থেকে এসেছে। হেক্টো মানে ১০০।
তাই, ১ হেক্টর = ১০০ মিটার × ১০০ মিটার = ১০,০০০ বর্গমিটার।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions