Solution
Correct Answer: Option B
আমরা জানি,
দৈর্ঘ্য পরিমাপের ব্রিটিশ পদ্ধতি ও মেট্রিক পদ্ধতির মধ্যে সম্পর্ক হলো,
১ মাইল $\approx$ ১.৬০৯ কিলোমিটার (প্রায়)।
সাধারণ বা আসন্নমানে হিসাবের সুবিধার জন্য, ১ মাইল = ১.৬১ কিলোমিটার বা ১.৬ কিলোমিটার ধরা হয়।
সুতরাং, ১ মাইল = ১.৬ কিলোমিটার।
মনে রাখার সহজ উপায় (শর্টকাট):
মাইল এবং কিলোমিটারের অনুপাত সাধারণত ৫ : ৮ হিসেবে ধরা হয়।
অর্থাৎ, ৫ মাইল $\approx$ ৮ কিলোমিটার।
তাহলে, ১ মাইল = $\frac{৮}{৫}$ কিলোমিটার = ১.৬ কিলোমিটার।