মেট্রিক পদ্ধতিতে ভরের একক-

A    পাউন্ড

B    গ্রাম

C    কিলোগ্রাম

D    মিলিগ্রাম

Solution

Correct Answer: Option C

- মেট্রিক পদ্ধতিতে বা MKS পদ্ধতিতে ভরের একক হলো কিলোগ্রাম (kg)।
- মেট্রিক পদ্ধতির অপর নাম দশমিক পদ্ধতি, যেখানে এককগুলো ১০ এর গুণিতক আকারে বৃদ্ধি পায়।
- CGS পদ্ধতিতে ভরের একক হলো গ্রাম (g)।
- FPS বা ব্রিটিশ পদ্ধতিতে ভরের একক হলো পাউন্ড (lb)।
- SI (System International) একর পদ্ধতিতেও ভরের একক হিসেবে কিলোগ্রাম-কেই ধরা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions