Solution
Correct Answer: Option B
- C.G.S (Centimetre-Gram-Second) পদ্ধতিতে ভরের একক হলো গ্রাম।
- পদার্থবিজ্ঞানে পরিমাপের এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম এবং সময়ের একক সেকেন্ড ধরা হয়।
- অন্যদিকে, M.K.S (Metre-Kilogram-Second) পদ্ধতিতে ভরের একক হলো কিলোগ্রাম।
- F.P.S (Foot-Pound-Second) পদ্ধতিতে ভরের একক হিসেবে পাউন্ড ব্যবহৃত হয়।
- বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত S.I (International System of Units) পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম।