বিবিয়ানা গ্যাস ফিল্ডে ১০ ট্রিলিয়ন ঘনফুটে প্রাকৃতিক গ্যাস মজুদ আছে।প্রতি বছর ১ লক্ষ মিলিয়ন ঘনফুট হাড়ে উত্তোলন করা হলে কত বছরে এই ফিল্ড নিঃশেষ হবে?
A ১০
B ৫০
C ১০০
D ১০০০
Solution
Correct Answer: Option C
দেওয়া আছে, মোট প্রাকৃতিক গ্যাসের মজুদ = ১০ ট্রিলিয়ন ঘনফুট প্রতি বছর উত্তোলনের হার = ১ লক্ষ মিলিয়ন ঘনফুট
আমরা জানি, ১ ট্রিলিয়ন = ১,০০০,০০০,০০০,০০০ (এক হাজার হাজার কোটি বা $10^{12}$) ১ মিলিয়ন = ১,০০০,০০০ (দশ লক্ষ বা $10^6$) ১ লক্ষ = ১০০,০০০ ($10^5$) প্রথমে এককগুলো একই এককে রূপান্তর করতে হবে। আমরা সবগুলোকে মিলিয়নে রূপান্তর করে নিতে পারি।
মজুদ গ্যাসের পরিমাণ: ১ ট্রিলিয়ন = ১,০০০,০০০ মিলিয়ন (১০ লক্ষ মিলিয়ন) $\therefore$ ১০ ট্রিলিয়ন = ১০ $\times$ ১,০০০,০০০ মিলিয়ন = ১,০০,০০,০০০ (এক কোটি) মিলিয়ন ঘনফুট
বার্ষিক উত্তোলনের পরিমাণ: ১ লক্ষ মিলিয়ন = ১,০০,০০০ মিলিয়ন ঘনফুট নিঃশেষ হতে সময় লাগবে = $\frac{\text{মোট মজুদ}}{\text{বার্ষিক উত্তোলনের হার}}$ = $\frac{১,০০,০০,০০০}{১,০০,০০০}$ বছর = ১০০ বছর $\therefore$ ওই গ্যাস ফিল্ডটি নিঃশেষ হতে ১০০ বছর সময় লাগবে।
শর্টকাট টেকনিক: আমরা জানি, ১ ট্রিলিয়ন = ১০ লক্ষ মিলিয়ন $\therefore$ ১০ ট্রিলিয়ন = ১০০ লক্ষ মিলিয়ন ফিল্ডে মোট গ্যাস আছে = ১০০ লক্ষ মিলিয়ন ঘনফুট প্রতি বছর তোলা হয় = ১ লক্ষ মিলিয়ন ঘনফুট $\therefore$ সময় লাগবে = $\frac{১০০ \text{ লক্ষ মিলিয়ন}}{ ১ \text{ লক্ষ মিলিয়ন}}$ = ১০০ বছর
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions